ePaper

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

বাবুল আহমেদ,মানিকগঞ্জ

মানিকগঞ্জ পৌর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই সাজা দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে ধর্ষক আনোয়ারের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট দিবাগত রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এ মামলাটি তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত-কর্মকর্তা রকিবুজ্জামান আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষর গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুঁলি (পিপি) হুমায়ন কবির। তিনি বলেন, মামলায় সকল নথিপত্র এবং স্বাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামি আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *