মানিকগঞ্জ প্রতিনিধি
বাজারহাট,নৌকা হাট, গরু ছাগলের হাট অনেক ধরনের হাটের নাম নিশ্চয়ই শুনেছেন ! তবে মানুষ বিক্রির হাটের কথা হয়তো খুব কমই শুনেছেন। মানিকগঞ্জে এরকমই এক হাট আছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড নবীন সিনেমা হলের পাশে। যেখানে রোজ চুক্তি বা কাজ শেষ করার চুক্তিতে মানুষ বিক্রি হয় বিভিন্ন দামে। বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধা, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তর থেকে কাজের সন্ধানে এখানে মানুষ আসে। রোজ চুক্তিতে কাজ অনুযায়ী প্রকারভেদে ৯০০-১৪০০ টাকা নেবে তারা । চাইলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার চুক্তিতেও নিতে পারবেন তাদের, সে ক্ষেত্রে দরদাম করে খাবার-দাবারের সব ব্যবস্থাসহ কথা বলে নিতে হবে। তবে সমস্যা বাঁধে বৃষ্টির দিনে ও বর্ষাকালে, সেই সময়টাতে তাদের কাজকর্ম তেমন থাকে না। বেশিরভাগ সময় অপেক্ষা করতে হয় খরিদ্দারের অপেক্ষায়। অনেক সময় কাজ না পেয়ে টাকা পয়সা উপার্জন ছাড়াই বাড়ি ফিরে যান তারা । প্রকারভেদে বিভিন্ন কাজ করে থাকে তারা যেমন ধানকাটা, ধান রোপন করা, বাড়ি ঘরের বিভিন্ন কাজ, মাটি কাটার কাজ , ভারী মালামাল নেওয়ার কাজ সহ বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে এ সকল ব্যক্তিরা। গাইবান্ধা থেকে আসা সবুজ মিয়া জানান, এমনিতে বন্যার সময় কাজ-কাম তেমন থাহে না তহন ,এটটু কষ্ট অয় বটে, তয় তহন বাড়িতে নানান কাম কইরা কাটাই। পটুয়াখালী থেকে কাজের সন্ধানে এসেছে সুশীল তিনি বলেন, বৃষ্টির দিনে ২-৩ দিন এইহানে অনেক কষ্ট করে থাকতে অইছে ।আইজ একজন মাটি ফালাইয়া বাড়ি বানবো।১১০০ টাকা রোজ চুক্তিতে ১৫ দিনের লাইগা কামে যাইতাছি। বাড়িতে গিয়া মাইয়ারে বিরিয়ানি খাওয়ামু। ফরহাদ নামের এক কৃষক বলেন, আমাগো বাড়িতে মাটি ও বালি দিয়া ভিটি উঁচা করুম তাই নিতে আইছি তয় এহন দাম কম । যহন ধান ও সরিষার সময় আসে তহন স্যারেগো মেলা দাম অইয়া যায়। এভাবেই সারা বছর বিভিন্ন সময়,বিভিন্ন দামে মানুষ বিক্রির হাটে দেখা মিলবে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজের সন্ধানে আসা বিভিন্ন মানুষজনদের । উনারা আছে বলেই হয়তো ছোট বড় অনেক কাজ সহজেই করিয়ে নিতে পারেন মানিকগঞ্জের বাসিন্দারা।