মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় চারটি গাঁজার গাছসহ এক গাঁজা যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২)। তিনি ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। তাঁকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে পাকা টয়লেটের ছাদ থেকে গাঁজার গাছসহ আটক করা হয়। ডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া তার নিজ বাড়িতে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গাঁজার গাছসহ আটক করে। উদ্ধার হওয়া চারটি গাঁজার গাছের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা। মানিকগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।