বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ভাড়া ইউনিয়নের চৈল্লা কলাশী যুব সংঘের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ ঘটিকায় কলাশী যুব সংঘের উদ্যোগে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাফাটিয়া বন্ধুমহল ১ পয়েন্টে দিয়াবাড়ি হাডুডু ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো. কায়সার হায়াৎ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সেন্টু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ সদর থানা সহকারী সেক্রেটারি ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন। ফাইনাল খেলায় কাফাটিয়া বন্ধু মহল বনাম দিয়াবাড়ি হাডুডু ক্লাব অংশগ্রহণ করে। এর আগে উভয় দল নক আউট পর্বের খেলায় জয় লাভ করে ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে ছিল ২১ সিফটি ফ্রিজ এবং বিজিত দলের জন্য ছিল একটি ১৩ সিফটি ফ্রিজ। খেলা শেষে অতিথিগণ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
