ePaper

মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে কুয়াকাটায় মতবিনিময় সভা

সৌমিত্র সুমন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণ এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাগরকন্যা কুয়াকাটায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় কুয়াকাটার খান প্যালেসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদা অনুযায়ী মাধ্যমিক শিক্ষাকে যুগোপযোগী করা এখন অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠদান পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং নৈতিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাধ্যমিক শিক্ষার কাঙ্ক্ষিত গুণগত মান অর্জন সম্ভব।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং সাংবাদিক মো. মুসা মিয়া। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস সালাম, বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাকলাদার, সিস্টেম অ্যানালিস্ট এফ. এম. শহীদুজ্জামান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুজ্জামান কামাল, উপ-সচিব মো. আবুল বাসার হাওলাদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *