মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদী মাধবদী পৌর শহরে অটো রিক্সা ও ইজি বাইক চালকদের নিকট থেকে চাঁদা তোলা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবীতে মানববন্ধন করেছেন অটো রিক্সা ও ইজিবাইক চালকরা। তারা অটো রিক্সা ও ইজিবাইক চালকদের নিকট থেকে প্রতিদিন টোকেনের মাধ্যমে ২০ টাকা করে চাঁদা তোলা বন্ধ ও চাঁদাবাজদের বিচার দাবিতে এ মানববন্ধন করেন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্য্যলয়ের সামনে হাজারো অটো চালক জড়ো হয়ে চাঁদাবাজি বন্ধের দাবীতে বিভিন্ন স্লোাগান দেন তারা। তাদের অভিযোগ গত দেড় দশক ধরে মাধবদী শহরে সৈরাচার সরকারের লোকজন যে ভাবে চাঁদা বাজি করছিলেন এখন সৈরাচার সরকার পালালেও একশ্রেনী চাঁদাবাজ বিশেষ এক দলের নাম ভাঙ্গিয়ে আগের মতো অট্রোচালকদের জিম্মি করে প্রতিদিন হাজারো অট্রো রিক্সা চালকদের নিকট থেকে চাঁদা নিচ্ছেন। আর কেউ দিতে না চাইলে তাদের গাড়ী ভাংচুর মারপিট করার অভিযোগ করেন তারা। আর এসব বিষয়ে প্রশাসনকে জানালেও কোন প্রতিকার নিচ্ছেনা তাদের বিরুদ্ধে। যার ফলে হাজারো অটো চালক এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহন করেন। মানবন্ধনে বক্তব্য রাখেন অটোচালক ফারুক মিয়া, আল আমিন, আরিফুল মুরাদ প্রমুখ্য। তারা বলেন এর পরও মাধবদীতে চাঁদাবাজী বন্ধ না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষনা দেন তারা।