আরিফুর রহমান, মাদারীপুর:
বৃহস্পতিবার ২২ শে মে সকাল দশটায় মাদারীপুর শহরের পুরান বাজার মেলবোর্ন প্লাজারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে মাদারীপুর জেলা ঔষধ ব্যবসা সমিতি বি সি ডি এস। মানববন্ধনে বক্তারা বলেন ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করতে হবে এবং ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়াসহ প্রতি স্থাপন করতে হবে। ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। এ সময় বক্তারা আরো বলেন দাবি আমাদের এই যৌক্তিক ৪ দফার দাবি আদায় না হলে আগামীতে বি সি ডি এস কেন্দ্রীয় ভাবে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেবে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দাস ফার্মেসীর মালিক তাপস দাস, আল মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী সোহানুর রহমান শামীম, আবু সালেহ মোহম্মদ ইয়ামিন খান, মাইনুল হাসানসহ জেলার ওষুধ ব্যবসা সমিতির প্রায় শতাধিক ফার্মেসির স্বত্বাধিকার বৃন্দ।