ePaper

মাদারীপুরে পানি বন্দি মানুষের পাশে মানবিক সালাউদ্দিন বেপারী

আরিফুর রহমান, মাদারীপুর

টানা ভারী বর্ষণে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকাসহ অনেক এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে জনসাধারণ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দিন দিন এই সমস্যা প্রকট আকার ধারণ করছে। কুলপদ্দি মনসাবাড়ি সড়ক, জেলেপল্লী, খলিফা কান্দি ও আলজাবির স্কুল সড়কসহ বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় এলাকাগুলো। এতে করে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা জানান, পৌর শহরের মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়ক হয়ে পানিছত্র খলিফা কান্দি পর্যন্ত ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন হলেও ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গিয়ে জলাবদ্ধতা দেখা দেয়। পানি জমে থাকার কারনে পানিতে ময়লা-আবর্জনার দুর্গন্ধ ছড়াচ্ছে, এর সাথে বাড়ছে পানিবাহিত নানা রকম রোগ। ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেক শিশু ও বৃদ্ধ। ভারি বর্ষনের কারনে পানিবন্দি মানুষের পাশে দারালেন মাদারীপুরের ৫ নং ওয়ার্ডের পানিছত্র এলাকার মানবিক ব্যক্তি সালাউদ্দিন বেপারী। নিজ অর্থায়নে তিনি এলাকার বিভিন্ন স্থানে বালুভর্তি বস্তা ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগনের চলাচলের জন্য সালাউদ্দিন বেপারী স্ব-উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় পানির ওপর দিয়ে চলাচলের জন্য বালুর বস্তা ফেলে রাস্তা তৈরি করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সালাউদ্দিন বেপারী শুধু রাস্তা নয়, ইতোমধ্যে পানিবন্দি অনেক পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছেন। সালাউদ্দিন বেপারী বলেন, “আমার সাধ্যমতো চেষ্টা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। ড্রেনের পানি না সরার কারণে বাড়িঘর থেকে বের হতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বালুর বস্তা ফেলে কিছুটা হলেও মানুষের দুর্ভোগ লাঘব করতে চেষ্টা করছি। “আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অসহায় মানুষের পাশে দারাতে পারি।” এ সময় তিনি আরো বলেন সমাজের সামর্থ্যবান ব্যাক্তিদের প্রতি অনুরোধÑএই দুঃসময়ে আপনারাও অসহায় নদী ভাঙ্গন এলাকায়, পানিবন্দি মানুষের জন্য একটু মানবিক হবেন তাদের পাশে দাঁড়ান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *