মোঃ মনির হোসেন (পরাগ) কালকিনি,মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে ৪জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমনের মাদারীপুর অফিস সূত্রে জানা যায়, এনফোর্সমেন্ট ইউনিট এর নথি নং-ইএন/মাদারীপুর/৪৯৬, তারিখ-০১/০৭/২০২৫ খ্রি. মূলে প্রাপ্ত অভিযোগের বিষয়ে বিগত ০২/০৭/২০২৫ খ্রি. তারিখে সকাল ১০:০০ ঘটিকায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর কর্তৃক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত এনফোর্সমেন্ট টিমের টিম লিডার হিসেবে ছিলেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত পরিচালক আখতারুজ্জামান। অভিযোগের বিষয়ে সরেজমিনে এনফোর্সমেস্ট অভিযান পরিচালনা করে প্রাপ্ত তথ্য, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তথ্যানুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগের জন্য বিগত ১৪ এপ্রিল, ২০১৫ খ্রি. তারিখে ১টি জাতীয় পত্রিকা ও ১টি আঞ্চলিক পত্রিকায় কালকিনি উপজেলাধীন উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন জমার সর্বশেষ তারিখ পর্যন্ত মোট ০৪জন প্রার্থী চাকুরির জন্য আবেদন করেন। নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৫অক্টোবর, ২০১৫ খ্রি. তারিখে উক্ত পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা বোর্ডে নিয়োগ কমিটির সকল সদস্যই উপস্থিত ছিলেন। আবেদনকারী ০৪জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত নিয়োগে প্রথমে রেজাল্ট সীটের ৩নং ক্রমিকের চাকুরি প্রার্থী মোঃ রোকনুজ্জামান, পিতা-মোঃ মোজাম্মেল হোসেন, উত্তর রমজানপুর, কালকিনি, মাদারীপুর-কে ১ম ও সুপারিশকৃত করা হয় এবং তার প্রাপ্ত ফলাফল ১৫ নম্বর এর পাশে প্রথম ও সুপারিশকৃত লিখে ডিজির প্রতিনিধি ১নং আসামি মুহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষর করেছেন এবং তিনি ফলাফলের নিম্নে ২নং ক্রমিকে স্বাক্ষরসহ ১-৫ নং ক্রমিকে সকলে স্বাক্ষর করেছেন। পরবর্তীতে পুনরায় চাকুরি প্রার্থী ৩নং ক্রমিকে বর্ণিত চাকুরীপ্রার্থী ও সুপারিশকৃত মোঃ রোকনুজ্জামানকে বাদ দিয়ে (১০ নম্বর দিয়ে/নম্বর পরিবর্তন করে) অন্য আর একজন প্রার্থী মোঃ সিপন খাঁন, উত্তর রমজানপুর, কালকিনি, মাদারীপুর-কে পূনরায় ১৫ নম্বর প্রদান করে (পূর্বের ফলাফল পরিবর্তন করে) পুনরায় ১ম ও সুপারিশকৃত করা হয়। কিন্তু প্রাপ্ত ১৫ নম্বরের পাশে প্রথম ও সুপারিশপ্রাপ্ত লেখা থাকলেও সেখানে ডিজির প্রতিনিধির কোন স্বাক্ষর নেই কিন্তু ফলাফলের নিচে ১-৫ নং ক্রমিকে সকলের স্বাক্ষর রয়েছে। অভিযানকালে এনফের্সমেন্ট টিম উক্ত ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগের সংশ্লিষ্ট মূল ফলাফল/উত্তরপত্র ২ (দুই) টি জব্দ করা হয়। এখানে ১নং আসামি সুস্পষ্টভাবে সরকারি কর্মচারি কতৃক ক্ষমতার অপব্যবহার, প্রতারণাসহ অনৈতিক কোন সুবিধা গ্রহণের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ডিজির প্রতিনিধি তার দায়িত্ব পালনে সঠিক ভূমিকা পালন না করে ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধ লাভের দূরাশায় ২নং আসামি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৩নং আসামি স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে ইচ্ছামত দ্বিতীয় প্রার্থী মোঃ সিপন খাঁন-কে পুনরায় সিলেকটেড করেছেন। অন্যান্য সদস্যগণ বর্ণিত কাজে সহায়তা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ৪ নং আসামি নিয়োগপ্রাপ্ত মোঃ সিপন খাঁন অবৈধ সুবিধা প্রদান করে নিজে লাভবান হয়েছেন এবং অন্যকে লাভবান করে বিগত ১৫/০৩/২০১৬ খ্রি. তারিখে উক্ত পদে যোগদান করেন। যোগদানের তারিখ হতে জুন-২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত বেতন-ভাতা বাবদ সর্বমোট= ১১,৮০,৭৬৪/-(এগার লক্ষ আশি হাজার সাত শত চৌষট্টি) টাকা উত্তোলন করেছেন মর্মে রেকর্ডভিত্তিক শাস্তিযোগ্য অপরাধ করার প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরে ১ টি মামলা দায়ের করা হলো।
মামলা দায়েরকারীর নাম-আখতারুজ্জামান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর। মামলা নং-০৫, তারখি-১৭/১১/২০২৫ খ্রি., ধারা-দন্ডবিধি, ১৮৬০ এর ৪০৬/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা। আসামিদের নাম-(১) মুহাম্মদ নুরুল ইসলাম (ডিজির প্রতিনিধি) (২) শহিদুল ইসলাম(তৎকালীন সভাপতি, উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়)
(৩) রমনী কান্ত ভক্ত (প্রধান শিক্ষক, উত্তর ররমজানপুর মাধ্যমিক বিদ্যালয়) (৪) মোঃ সিপন খাঁন (নিয়োগ প্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী) এ বিষয়ে ভুক্তভোগী রোকনুজ্জামানকে কল করলে তিনি বলেন, যখন নিয়োগ দেওয়া হয় তখন আমি বৈধভাবে নিয়োগ পেয়েছিলাম কিন্তু টাকার বিনিময়ে অবৈধভাবে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে আমি এই অনিয়মের সাথে যারা জড়িত তাদের যথাযথ শাস্তি দাবি করছি এবং আমাকে আমার ন্যায্য ও প্রাপ্য চাকুরীতে নিয়োগের দাবি জানাচ্ছি।
