ePaper

মাদারগঞ্জ পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. রুহুল আমিন রাজু, জামালপুর

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মাদারগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বালিজুড়ী শাহ্ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে দলের তৃনমূলের নেতা-কর্মী- সমর্থক সহ বিপুলসংখ্যক রোযাদার উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ৯০’র কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, শেখ হাসিনা জুলাই-আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এই গণহত্যা বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা, মির্জা আজম গংরা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা সরকার বিগত ১৬ বছরে এই দেশের বিরোধী দলের ও বিরোধী মনা মানুষ দমন-পীড়ন, হামলা, মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষ কে জেল, জুলুম, করে কারাগারে পাঠিয়েছে। শত শত আলেম ওলামা, নেতাদের কে গুম করে হত্যা করেছে। ৫ মে ২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদের কে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবেই। বর্তমান সরকারের উপর আমাদের বিএনপির আস্থা রয়েছে তবে যত দূত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে যুক্তিক সময়ের মধ্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচন দিতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মুন্জুরুল কাদের খান বাবুল খান, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লান্জু, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রকিবুল ইসলাম লিটন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইন্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহাম্মেদ, ও খালিদ হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্ঞালনায় করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *