ePaper

মাদক বিরোধী মত বিনিময় সভা

রবিউল করিম (ঢাকা) ধামরাই

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে ১, ২, ৩ নং ওয়ার্ড আয়োজনে গতকাল বুধবার বিকালে ঘোড়াকান্দা বাজারে মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী মত বিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো হারুন অর রশীদ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এবং প্রধান আলোচক ছিলেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। বক্তারা বক্তব্যে মাদক বিরোধী বিভিন্ন বক্তব্য ও সচেতনতা বৃদ্ধি লক্ষে বলেন মাদক পাচার, ক্রয়- বিক্রয় ও সেবন তিন ধরণের ব্যবস্থাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। পরিবার কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা বড় গুরুত্ব বহন করে। পাশাপাশি খেলাধুলার পরিবেশ তৈরী করে প্রয়োজন ব্যতীত মোবাইন ফোন আশক্তি থেকে সন্তানেদের দুরে রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাছাড়া পুলিশ ও অন্যান্য সরকারী সংস্থাগুলোকে মাদকবিরোধী অভিযান করার পাশাপাশি এলাকা ভিত্তিক তদারকি বাড়াতে হবে। মাদক বিরোধী মত বিনিময় সভায় ঢাকা জেলা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলো মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলামনাই এসোসিয়েশন অব ধামরাই সাধারণ সম্পাদক মো ইউসুফ আলী, নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-আহবায়ক শামীম আহম্মেদ কবী, নান্নার ইউনিয়নে যুব দলের সভাপতি প্রার্থী মো মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন ঘোরাকান্দা গ্রামের কৃতিসন্তান আলিম হোসেন। সহ নান্নার ইউনিয়নের ১, ২, ৩ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *