মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
কথা সবারই জানা, সব ধরনের অপকর্মের অন্যতম উৎস মাদক। মাদকের নেশা মানুষকে ন্যায়-নীতির পথ থেকে বিচ্যুত করে। পরিবার ও সমাজে যে অশান্তির বীজ বপিত হয়, তার মূলে গেলে দেখা যাবে, সেখানে মাদক ও মাদকাসক্তের ভূমিকা রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে পারিবারিক শৃঙ্খলা ভেঙ্গে যাওয়া, যুবসমাজের বিপথগামী হওয়ার পেছনে মূল কারণ হয়ে রয়েছে মাদক। মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে‘ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খাঁটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে খাঁটিহাতা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসারিয়া ঈদগাহ সামনে এসে শেষ হয়। এ সময় সমাবেশে হাজী আব্দুর রহমান, হোসেন মিয়া, খাটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম আবু বক্কর বেড়তলী, মাওলানা লিয়াকত আলি, যুবকদের মধ্যে কাওসার, গিয়াস, পাভেল, মামুন, তাজুল ইসলাম, রাসেলসহ এলাকার বিভিন্ন জন বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলে ‘মাদক সেবনকারী ও বিক্রেতারা সাবধান’ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ‘মাদককে না বলি, মাদকমুক্ত জীবন গড়ি’, নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ বিভিন্ন মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান দেন এলাকাবাসী। থানা সুত্রে জানাযায়, উপজেলা বিজয়নগর বর্ডার এলাকা রয়েছে। ঢাকা সিলেট হাইওয়ে হয়ে বিশ্বরোড মাদকের আস্তানা অভিযোগ পাওয়া গেছে। বিশ্বরোডো হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবংসরাইল উপজেলায় মাদক সহজ ভাবে ঢুকে। সরাইল উপজেলা আইন শৃঙ্খলা সভাসহ বিভিন্ন সেমিনারে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ঠ দপ্তরের তদারকির অভাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বেশীরভাগ পাড়া-মহল্লায় এখন মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে। বর্তমানে নারী পুরুষে পাশাপাশি অর্থের লোভে কিশোর যুবকরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় এ উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। স্থানীয়রা বলছেন, মাদক প্রতিরোধে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের অভিযান চলে। এছাড়া প্রশাসনিক ভাবে তেমন কোনো পদক্ষেপ নেই। সংশ্লিষ্ঠ থানা পুলিশের তথ্যমতে জানা গেছে, বর্তমানে সবচেয়ে বেশী কেনা-বেচা হচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আইস ও ট্যাপেন্ডটল ট্যালেট। কয়েক বছরের পূর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক উপজেলা এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের একটি হিটলিস্ট তৈরি করা হয়। এতে শীর্ষ ও অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি প্রাথমিক তালিকা করা হয়। ওই তালিকায় স্থানীয় রাজনৈতিক নেতা, এলাকার একাধিক জনপ্রতিনিধির নাম উঠে এসেছে। সেই সাথে নতুন কয়েকজন কিশোর যুবকের নাম রয়েছে। থানা পুলিশ এদের মধ্যে হাতেগোনা কয়েকজনকে আটক করেছিল। তবে তারা জামিনে এসে আবারো মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে। তবে শীর্ষ মাদক ব্যবসায়ীরা এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে।