হামিদুল্লাহ সরকার
নীলফামারী সদর উপজেলার পল্লীতে মাত্র ৫০ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে চারজন আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায় নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিশমুড়ী গ্রামের ইলিয়াসের পুত্র স্বপন পার্শ্বস্থ্য ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের জাহিদের কাছে দোকানের খরচ খাওয়া বাবদ ৫০ টাকা দাবি করে। জাহিদ জানায় তোমার পাওনা টাকা পরিশোধ করেছি ওই বিষয় নিয়ে প্রথম দুপক্ষের বিবাদ শুরু হয়, পরের দিন ওই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় সন্ধ্যার সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে স্বপনের পক্ষের লোকজন নওশাদকে লাঠি ছোড়া দিয়ে পিছনে ধাওয়া করলে সে শামীমের বাড়িতে আত্মরক্ষার জন্য একটি রুমে ঢুকে এ সময় ইলিয়াসের লোকজন শামীমের ঘরের দরজা ভেঙে নওশাদকে বের করে বেধড়কভাবে মারপিটও যখন করে। তাকে রক্ষার জন্য আহিদুল, বৃষ্টি, সামাদ এগিয়ে এলে তারা তাদেরকেও মারপিট করে এবং নওশাদের বাড়ি ঘরের বেড়া ভাঙচুর করে দেয়। পরে আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।