ePaper

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

“এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে” এ শ্লোগান নিয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন তারপর স্কুল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রায় স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ভুঁ, ভুঁ জেলা বাশিঁ, ব্যান্ড পার্টি ও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে অংশ নেয়। মাগুরা শহরের ভায়না মোড়, ঢাকা রোড ও চৌরঙ্গীমোড় ঘুরে স্কুল মাঠে এসে র‌্যালি শেষ হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে করা হয় বৃক্ষরোপন। অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল ৭টা থেকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে। অনেক দিনের পুরানো বন্ধুকে পেয়ে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। কেউ আনন্দে কেঁদে ফেলে, আবার কেউ তার বন্ধুকে পেয়ে পুরানো দিনের স্মৃতিতে ফিরে যেতে চাই। সকাল সাড়ে ১১ টায় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে জুলাই-আগস্ট মাগুরার ১০ শহিদ পরিবারের মাঝে সম্মাননা প্রদান করা হয়। দুপুর ১২টায় শুরু হয় বিভিন্ন ব্যাচের বিরতীহীন আড্ডা। দুপুর ৩ টায় প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় স্মৃতিচারণ। এতে অংশ নেয় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করে। ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থী আলী আহমদ বলেন, মাগুরা মডেল স্কুলের ১৭০ বছর পূর্তিতে আমি আমার অনেক বন্ধুকে পেয়ে আনন্দে আত্নহারা হয়েছে। আজ সারাদিন সব বন্ধু মিলে আড্ডা দেব। আইসক্রিম খাব ও স্কুলের পুরানো স্মৃতিগুলো সবাই শেয়ার করবো। ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী উজ্জল বলেন, আমি ৯২ সালে এ স্কুল থেকে এসএসসি পাশ করি। তারপর অনেক বন্ধুর সাথে আর দেখা হয়নি। আর পুরানো ও বাল্যকালের সব বন্ধুকে পেয়ে আমি খবুই আনন্দে আত্মহারা। আজ সারাদিন সব বন্ধু মিলে হবে আড্ডা আর স্কুল জীবনের স্মৃতিগুলো নিয়ে হবে নতুন গল্প। আয়োজক কমিটির আহ্বায়ক, আহসান হাবীব কিশোর বলেন, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে মাগুরা শহর করা হয়েছে আলোকসজ্জা। শহরের বিভিন্ন গরুত্বপূর্ণ পয়েন্টে দেওয়া হয়েছে আকর্র্ষনী ফেস্টুন। বিদ্যালয় প্রাঙ্গনে সাজানো হয়েছে একাধিক বাহারী রঙের ফেস্টন, আলোকসজ্জা এবং আগত শিক্ষার্থীদের আনন্দ দিতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির সদস্য সচিব প্রধান খান ইমাম হোসেন পিকুল বলেন, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তিতে সামনে রেখে আমরা ১ মাস আগে থেকে কাজ শুরু করেছি। এ উৎসবকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উৎসবে প্রায় ৪ হাজার বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আজ সকাল ৭টা থেকে রেজিস্ট্রশন কৃত শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি, টুপি ও খাবারের টোকেন বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, সকাল ৯টা ১৫ মিমিটে বর্ণাঢ্য র‌্যালী, সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন, সকাল ১১টায় শ্রদ্ধেয় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে গণঅভ্যথ্থানে মাগুরা ১০ শহীদদের মাঝে সম্মাননা, দুপুর ১২টা থেকে বিরতীহীন আড্ডা, ফটোসেশন, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র ও সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করবে। মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম মঞ্জু বলেন, ১৭০ বছর পূর্তি উপলক্ষে একটি জমকালো আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে এক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *