ePaper

মাগুরা সড়ক বিভাগের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আলোচনা সভা

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরা সড়ক বিভাগের আগামী ১০ বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা সড়ক বিভাগের আগামী ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম। এসময় মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল সড়ক উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে মাস্টার প্লান উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, প্রফেসর এম আর খান, মাগুরা সদর হাসপাতালের শিক্ষাস্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, মাগুরা হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান, জেলা বন কর্মকর্তা, খোন্দকার মো. গিয়াস উদ্দিন, টিআই পুলিশ ফরহাদ হোসেনসহ জেলা পর্যাযের কর্মকর্তাবৃন্দ। ওছাড়াও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কসমূহের উন্নয়ন, সংস্কার, সম্প্রসারণ এবং নতুন সংযোগ সড়ক নির্মাণ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় জনগণের চাহিদা ও সম্ভাবনার জায়গাগুলোকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” সভায় বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীরা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *