ePaper

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ফের রাস্তায় বিভিন্ন সংগঠন

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মাগুরায় ফের রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। গতকাল রোববার সকাল ১১ টায় শহরের ভায়না মোড়ে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে অংশ নেয় মাগুরা প্রেসক্লাব, বাংলাদেশ খেলাফত মজলিস, মাগুরা জেলা গণ কমিটি, মাগুরা জেলা পরিবেশক সমিতি, অনুজ নাট্যঙ্গন, ভৈরব সংগীত নিকেতন, বিকে সঙ্গীতালয়, মাগুরা জেলা ইট ভাটা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এটিএম মহব্বত আলী, শম্পা বসু, জেলা পরিবেশক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মুরাদ, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ। সমাবেশে জানানো হয়, মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এই অঞ্চলের স্বাস্থ্যসেবা মারাত্বকভাবে ব্যাহত হবে। কলেজের সামান্য কিছু সংকট নিরসন ও ডিপিপি অনুমোদন করে প্রতিষ্টানটির আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হোক। এ দাবী না মানলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন বিভিন্ন সংগঠনের নেতুবৃন্ধ। উল্লেখ্য, মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে পূর্বের দুই দফায় রাস্তায় নামে মাগুরা বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠনে নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *