ePaper

মাগুরা মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি

মাগুরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ৪২ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ একাডেমিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মো. মহসিন উদ্দিন ফকির। প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এটিএম আব্দুল্লাহেল কাফি (কমিউনিটি মেডিসিন বিভাগ ও একাডেমিক সমন্বয়ক) এবং সহকারী পরিচালক ও ডিরেক্টর ইন-চার্জ ডা. মো. রোবিউল ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই (ইন্টার্ন ডাক্তারদের সমন্বয়ক, মাগুরা মেডিকেল কলেজ)। পণ্য উপস্থাপন করেন রেনাটা পিএলসি’র মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার ডা. হিল্লোল কুমার চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়া অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মাইদুল ইসলাম। বক্তারা তাদের বক্তব্যে ইন্টার্ন ডাক্তারদের ধৈর্যশীল হয়ে রোগীদের সেবায় নিজেদের সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান। সংবর্ধনা শেষে রেনাটা কোম্পানির পক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাগ ও এপ্রোন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকবৃন্দ, মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক মণ্ডলী, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে মাগুরা মেডিকেল কলেজ এবং স্পন্সর ছিল রেনাটা পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *