শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাগুরা পৌর বিএনপি’র ছয়টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পারনান্দুয়ালী স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটে ৫ নং ওয়ার্ডে সভাপতি পদে আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে ওয়াজিবুল্লার রুমি ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আশরাফ হোসেন নির্বাচিত হয়েছে। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে মুন্সি জাহিদ মেহেদী পারভেজ, সাধারণ সম্পাদক মো. খোশবুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজ উদ্দিন মোল্লা নির্বাচিত হয়েছে। এ দুটি ওয়ার্ডের সম্মেলন ও নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এছাড়া শুক্রবার মাগুরা এ.জি. একাডেমি স্কুলে মাগুরা পৌরসভাধীন ২, ৩, ৪ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ড কমিটির নির্বাচনে সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। জেলা বিএনপির তত্ত্বাবধায়নে টিম প্রধান যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোর ও আলমগীর হোসেনের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, যুগ্ন আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম, শাহেদ হাসান টগর প্রমূখ। নির্বাচনে ২ নং ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন সভাপতি মো. রুহোল আমিন, সাধারণ সম্পাদক নবাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. উজির আলী। ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সভাপতি শওকত হোসেন বাঁশি, সাধারণ সম্পাদক কাজল সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম। ৪ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে একলাছুর রহমান কাটু মল্লিক, সাধারণ সম্পাদক পদে মো. দাউদ হোসেন দারুল, সাংগঠনিক সম্পাদক পদে শেখ সিদ্দিকুর রহমান। ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে মো. সাইদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. পাপ্পু রিপন। সম্মেলনে প্রার্থীদের ভিন্ন ভিন্ন প্রতীক সম্বলিত ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর এক গণতান্ত্রিক পরিবেশ যা উৎসবে পরিণত হয়। ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন যে কোনো রাজনৈতিক দলের জন্য গণতন্ত্র চর্চার অনন্য দৃষ্টান্ত।
