ePaper

মাগুরা কারাগারের উদ্যোগে মাদরাসার এতিমদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরা জেলা কারাগারের উদ্যোগে রহমানিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসা, মাগুরায় এতিমদের মাঝে শুভেচ্ছা স্বরূপ আমি, কাঠাল, কলা, দুধ, চাউল, মশুরের ডাল,  ও মিস্টি বিতরন করা হয়। গতকাল রোববার সকালে মাগুরার জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার মাগুরা প্রেসক্লাবের, সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপস্থিত থেকে এতিমদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। মাগুরা জেলখানার জেলার আবিদ আহমেদ, ডেপুটি জেলার জাহিদ হাসান, মাগুরা রহমানিয়া আরাবিয়া এতিমখানা মাদরাসার পরিচালক হাফেজ মো. মাহবুবুর রহমান, সহকারি শিক্ষক মাও. রাকিবুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। মাগুরা জেলখানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান তার বক্তব্যে মাগুরা জেলখানা কর্তৃপক্ষকে এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি বলেন, মাগুরা জেলখানা এতিমদের জন্য যা করছেন তা উদাহরণ হয়ে এবং অন্যান্য জেলখানাকে অনুপ্রানিত করবে। জেল সুপার শেখ মহিউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন, আগামীতে মহাকারা পরিদর্শক মহদয়ের সহযোগিতায় এ ধরনের মানবিক কাজ করে যাবেন। তিনি সবাইকে মানুষের জন্য কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *