ePaper

মাগুরায় ১ লাখ ২০ হাজার ৩৪৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ২০ হাজার ৩৪৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করতে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের মোট ৯৪১টি কেন্দ্রে ১১৭ জন সুপারভাইজার, ২ হাজার ১০৮ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ২২৫ জন মাঠ কর্মী ও ন্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এ ক্যাম্পেইনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় সির্ভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার এজাজ আহমেদ রোচি, মেডিকেল অফিসার ডাক্তার প্রতিক কুমার বনিক, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা হায়াত হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যান্যরা। সভায় মাগুরা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। সভায় আরো জানানো হয়, ভিটামিন ‘এ’ শিশুকে খাওয়ালে প্রত্যেক শিশু সুস্থ ভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোগ ক্ষমতা রোধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *