ePaper

মাগুরায় সর্পদংশন প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “সর্পদংশনে ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবাশীষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন, ডক্টর আফজাল হোসেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন, ডা. মেহেদী হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মোহাম্মদ জিল্লুর রহমান সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক মাগুরা প্রেসক্লাব। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ এবং অশোকা ফেলো (টঝঅ) মো. আবু সাইদ। বক্তারা বলেন, সর্পদংশনের পর দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। তারা জানান, সর্পদংশনের মাগুরা সদর হাসপাতালে গত এক বছরে ১৮০ জন রোগীর মধ্যে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রতিবছর গড়ে প্রায় ৭৫০ জন মানুষ সাপে কামড়ে মারা যায়। তাই বিষধর সর্পদংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। সেমিনারে জেলার শতাধিক ওঝা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *