মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের এমআর রোডে ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম প্রধান অতিথি থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরন করেন। এ সময় শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মোঃ আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খান ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন। ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ইসাডোর আয়োজনে অসহায় ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বিগত সময়ে যেমন ইসাডো মানুষের পাশে ছিল এখনো গরিব অসহায় ছিন্নমুল প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কাজ করে আসছে।
