শেখ ইলিয়াস মিথুন ,মাগুরা :
মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় ৫ম দিনের স্বাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় এই বিচারিক কার্যক্রম। ৫ম দিনে আদালতে ৬ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে চারজনে সাক্ষ্য গ্রহণ করা হয়। তারা হলেন মাগুরা সদর হাসপাতালের দুইজন স্টাফ নার্স, ঢামেক এর একজন মেডিকেল অফিসার, ধর্ষক হিটু শেখের এক প্রতিবেশি। আসামিপক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেন।
শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহনকারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, আজ পর্যন্ত মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল আরো ৬ জন সাক্ষিকে আদালতে উপস্থাপন করা হবে। আশা করছি এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ মামলার রায় সম্পন্ন হবে।
এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরায় আনা হয় হিটুশেখসহ সকল আসামীকে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।