ePaper

মাগুরায় শিশু আছিয়ার পরিবারে ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :-

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মিডিয়ার মাধ্যমে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দ্রুত আছিয়ার হত্যাকারীদের বিচার চান তার মা।

মাগুরায় শিশু আছিয়ার পরিবারের পাশে প্রথম থেকেই দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আছিয়ার পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। সোমবার সকালে তার পাঠানো উপহারটি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন পোশাক, খাদ্যসামগ্রী এবং কিছু নগদ অর্থ। তবে আছিয়ার মা আসামীদের সর্বোচ্চ বিচার চান।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে ৭ দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। শিশু আছিয়ার উপর ঘটে যাওয়া নির্মম ঘটনার পর তা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালিন তার চিকিৎসাসহ সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অন্যদিকে সকালে ঢাকা মিরপুরের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা হোসনে আরা খাতুন আছিয়ার পরিবারকে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেছেন। তার পক্ষে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক আছিয়ার মায়ের হাতে ঈদ উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *