ePaper

মাগুরায় শতবর্ষী বড়রিয়ার মেলা ও ঘোড়দৌড় অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরার মহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিনই ছিল মানুষের ঢল ও উৎসবের আবহে মুখরিত। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে বড়রিয়া মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিবছর বাংলা সনের ২৮ পৌষ এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে পুরো গ্রাম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবারও মেলায় লাখো দর্শনার্থীর সমাগম ঘটে। মেলায় মিষ্টি, মাছ, মাংস, মনোহরি সামগ্রী, পুতুল, খেলনা, শিশুদের বিভিন্ন রাইডসহ ১ হাজার অস্থায়ী  দোকান বসেছে। মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও বাগেরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে দোকানিরা নানা ধরনের পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহাজান সরদার জানান, চলতি বছর মেলায় আনুমানিক ১০ থেকে ১২ কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। ভালো বিক্রির কারণে প্রতিবছরই দোকানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় এবছর মোট ২৪টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়ার টুটুলের ঘোড়া প্রথম স্থান অর্জন করে। নড়াইলের লোহাগাড়া উপজেলার শিয়ালজুড়ি গ্রামের মমিন মিয়ার ঘোড়া দ্বিতীয় এবং যশোরের বাবু আলীর ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়া হয়। শত বছরের ঐতিহ্য বহনকারী বড়রিয়ার এই মেলা ভবিষ্যতেও মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *