ePaper

মাগুরায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ হাসপাতালের লাশ রেখে পালালেন স্বামী

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত গৃহবধূর ভাই মো. রিজু শেখ (৩৫) সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, মো. রিজু শেখের বোন মীম খাতুন (২৩) প্রায় ৫ বছর আগে মো. শামীম শেখ (৩২)-এর সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই শামীম শেখ ও তার পরিবার যৌতুকের দাবিতে মীম খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো। নির্যাতনের মাত্রা কমাতে গত ৬ মাস আগে শামীম শেখকে একটি ইজিবাইক কেনার জন্য ১ লক্ষ টাকা এবং ঘটনার কিছুদিন আগে আরও ৭ হাজার টাকা দেওয়া হয় শশুর বাড়ি থেকে। এরপরও বুধবার (২৫ জুন) দুপুরে শামীম শেখ পুনরায় ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। মীম খাতুন তা দিতে অপারগতা প্রকাশ করলে, শামীম তাকে বেধড়ক মারধর করে এবং ঘরের টয়লেটে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয়রা মীমের গোঙানির শব্দ শুনে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যায় তার স্বামী ও স্বজনরা। এঘটনায় আজ বৃহস্পতিবার নিহত গৃহবধূর ভাই মো. রিজু শেখ (৩৫) সদর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে স্বামী শামীম শেখ ছাড়াও তার মা ফাতু বেগম, আত্মীয় উজ্জ্বল পালোয়ান, মিঠু শেখ ও পারভীন বেগমকে অভিযুক্ত করা হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *