ePaper

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে জেলা বীজ প্রত্যয়ন অফিস মাগুরা ও উপজেলা কৃষি অফিস শ্রীপুরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে বিভিন্ন বীজ ও সার ডিলার, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় মেসার্স কামাল বীজ ভান্ডার নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া বীজ বিক্রয়, আমদানিকারকের ট্যাগবিহীন অননুমোদিত বীজ বিক্রয়, অধিক দামে বীজ বিক্রয় ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক কামাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স ইভা এন্টারপ্রাইজ নামের একটি বিসিআইসি সার ডিলারের মালিক মো. জাফর আলী বিশ্বাসকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে আইনের ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ানোর জন্যও সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সুশান্ত কুমার তরফদার, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *