শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
“সাহসী নতুন বিশ্বে রিপোটিং, স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে র্যালি শেষ হয়। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, সদস্য মো. সাইফুল্লাহ, লিটন ঘোষ, শরীফ তেহরান টুটুল, রবীন শরীফ ও পংকজ রায়। সভায় মুক্ত সাংবাদিকতায় বাঁধা, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষাসহ বস্তুনিষ্ট ও সৃজনশীল সংবাদ পরিবেশন নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহন করেন।