মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌরসভার সাজিয়াড়া ঢাল এলাকায় কাজী ইব্রাহীমের মালিকানাধীন কে আই গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তার বড় ভাইদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাজী ইব্রাহীমের চার ভাই ও ভাতিজা। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কাজী ইদ্রিস, কাজী ইউসুফ, কাজী ইসমাইল, কাজী ইসহাক ও ভাতিজা রিফাত অভিযোগ অস্বীকার করে বলেন, গার্মেন্টস পরিচালক হেনা পারভীনের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরিকল্পিতভাবে হয়রানির জন্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। তারা জানান, এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে কাজী ইদ্রিস আল মামুন অভিযোগ করেন, ইব্রাহীমের ছেলে খালিদ পূর্বে তাদের ওপর হামলা চালিয়ে আহত করে যার মামলা এখনো চলমান। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে, কে আই গার্মেন্টসের পরিচালক হেনা পারভীন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে তার ভাসুররা অগ্নিকাণ্ডে জড়িত থাকতে পারেন। তিনি জানান, ২০২০ সালে কারখানাটি চালু হয় এবং ৪০ জন নারী শ্রমিক কাজ করতেন। তবে পারিবারিক সমস্যার কারণে গত ছয় মাস কারখানা বন্ধ ছিল। শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪০টি সেলাই মেশিন, বিপুল পরিমাণ কাপড় ও সরঞ্জাম পুড়ে যায়। মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ প্রকাশ করা হবে।
