ePaper

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২১

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর থানার হাজীপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে মাগুরা সদর থানা পুলিশের একটি বিশেষ দল নড়িহাটি ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘর্ষে জড়িত এসব আসামিকে আটক করে।  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মাগুরা সদর থানা থেকে নিরাপত্তার মধ্য দিয়ে পায়ে হেঁটে আদালতে পাঠানো হয়। এই প্রথম মাগুরা সদর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটক ব্যক্তিদের শহরের প্রধান সড়ক দিয়ে পায়ে হেঁটে নেওয়া হয়। পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এ সময় শহরবাসী ও সাধারণ জনগণ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মাগুরা সদরের নড়িহাটি ও হাজীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল। এসব সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এবং সামাজিক কোন্দল নিরসনে সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *