শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বীসহ মাগুরায় নিহত ১০ শহীদের স্মরণে গতকাল সোমবার মাগুরা শহরে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল ১১টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি বড় মসজিদের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের ঢাকা রোড, চৌরঙ্গী মোড় ও ভায়না মোড় হয়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এসে শেষ হয়। এ সময় শোক র্যালিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম খান সুজা, আলমগীর হোসেন, এডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন কুতুব, পিকুল খান, ফরিদ খান, সেচ্ছাসেবকদলের সভাপতি গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রনেতা শফিকুল ইসলাম শফিকসহ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিতে কালো ব্যানার, ব্যাজ ও শহীদদের নামসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। পরে শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, “শহীদ মেহেদী হাসান রাব্বি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসৈনিক। তাঁর রক্তদান এই দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।” তারা আরও বলেন, “গণতন্ত্রের বিজয়ের আগ পর্যন্ত এই লড়াই চলবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের আজকের শপথ।” আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
