মাগুরা প্রতিনিধি
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্নয়ে একটি র্যালী বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে নিরাপদ সড়ক বিষয়ক সভায় বক্তব্য রাখেন বিআরটি-এর সহকারি পরিচালক কেশব কুমার দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন, হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রোকনুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে শহরের ভায়না মোড়ে শতাধিক মোটরসাইকেল আরোহীদের মাঝে হেলমেট বিতরন করা হয় মাগুরা সড়ক বিভাগের পক্ষ থেকে।
