ePaper

মাগুরায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরায় সাংবাদিকতার মান উন্নয়নে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে মাগুরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা তথ্য অফিসার পাভেল দাস। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের তথ্য অধিকার আইন সর্ম্পকে সচেতন হতে হবে। তাছাড়া তিনি বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) এর নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর ২৫ নম্বর আইন সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *