ePaper

মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার সদরের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদরের কৃষকদের হাতে এ বীজ তুলে দেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির, সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা রুমানা রহমান ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবীর জানান, জেলার কৃষকদের মান উন্নয়নে জেলা কৃষি সম্প্রসারণ কাজ করছে। আমরা বিভিন্ন মৌসুমে সদরের কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে থাকি। আজ ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ মৌসুমে সদরের ১ হাজার ৬৮০ জন পাট চাষীর মাঝে জন প্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১ হাজার ২৬০ জন আউশ চাষীর মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *