শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
মাগুরায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ ডাল ও তৈলবীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির জানান, আমরা সদর উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করনের জন্য বিভিন্ন মৌসুমে বীজ ও সার বিতরণ করে থাকি। এর আওতায় এবার সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে ডাল ও তৈল বীজ বিতরণ করা হলো। প্রত্যেক কৃষক ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি পেয়েছে।