ePaper

মাগুরায় কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য বিলোপের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, মো. মশিয়ার রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, মাগুরা জেলায় ৪২ টি কিন্ডারগার্টেন স্কুলে প্রায় সাড়ে ১২ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। গত ২০২২ সালের সর্বশেষ সরকারি বৃত্তি পরীক্ষায় মাগুরা থেকে অন্তত ৭০০ শিশু পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে অন্তত ৭০ ভাগ শিশু বৃত্তি পায়। কিন্তু সম্প্রতি অন্তর্ভুক্তি সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক পরিপত্রে জানানো হয়, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সরকারি অনুমোদন, নিবন্ধন, পাঠদানের অনুমতি প্রাপ্তি, সরকারি বই প্রাপ্তির পরও কেন কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমঅধিকার রক্ষার দাবি জানান। বক্তারা বলেন, আগামী ২০ আগস্ট এর মধ্যে কি দাবি না মানলে পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও এমনকি মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *