শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
মাগুরা আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ মো. বিল্লাল হোসেন মোল্লা (৪৩), মো. রাব্বি মোল্লা (২৮) এবং মো. রবেজ মোল্লা (৩০)। এসময় অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি ওয়ান শুটার গান, চারটি কার্তুজ, পিস্তল অ্যামুনিশন, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, চারটি ছুরি, ৫০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ইয়াবা এবং দুইটি মোবাইল ফোন। এ বিষয়ে মাগুরা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রাথমিক তদন্ত শেষে গ্রেপ্তারকৃতদের মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর সাফল্যকে সাধুবাদ জানানো হচ্ছে।