ePaper

মাওলানা কামরুল হাসানের পার্শে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ

মো. শাহজাহান মিয়া (নারায়ণগঞ্জ) রূপগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার, দক্ষিণ মাসাবো এলাকায় একটি মসজিদে মাওলানা কামরুল হাসান নামে দীর্ঘ পাঁচ বছর যাবত খতিবের দায়িত্ব পালন করে আসছে কিন্তু গত কয়েকদিন যাবত মসজিদ কমিটির লোকজন উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই খতিবকে বিদায় করে দেয় এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। উক্ত মসজিদের খতিব মাওলানা কামরুল হাসান ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ কে বিষয়টি অবগত করেন ০২/০৭/২৫ ইং তারিখে ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ উপস্থিত হয়ে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টির খতিবের চাকরি নিয়ে প্রচেষ্টা চালায় এসময় সভাপতিত্ব করেন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের সাধারণ সম্পাদক মুফতি নুরুল হক ডহরি, আরো উপস্থিত ছিলেন ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের সহ-সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, মাওলানা তানঈম মদিনা, মাওলানা মোবারক হোসেন, মাওলানা ইয়ার মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাওকত, সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াসিন আল মাদিনা, অর্থ সম্পাদক মাওলানা মনির ফয়সাল সহ, আর স্থানীয় ওলামায়ে কেরাম প্রায় ৫০ জন আলেমদের উপস্থিতিতে আপত্তিকর বিষয়গুলা সমাধান করে আগামী শুক্রবার মাওলানা কামরুল হাসান কে জুম্মা পড়ানোর জন্য স্ব সম্মানে নিয়ে আসবেন মসজিদ কমিটি জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *