রংপুর প্রতিনিধি
গত রোববার ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত-আহতদের পুর্ণাঙ্গ তথ্য প্রকাশ, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সেনাবাহিনী ও পুলিশের হামলা, ক্ষতিগ্রস্থ পরিবারের বিমান বাহিনী থেকে ক্ষতিপূরণ, পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নিরাপদ বিমান চালু ও প্রশিক্ষণের জন্য নিরাপদ জায়গা নির্ধারণ করা এ ছয় দফার সাথে সংহতি জানিয়ে মানববন্ধন সমাবেশ করেছেন কারমাইকেল কলেজ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনটি গতকাল বুধবার সকাল ১১টায় কলেজ শহীদ মিনারের পাশে অনুষ্ঠিত হয়। এই সময়ে কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখা সভাপতি ছাত্রনেতা মৌসুমি আক্তার মৌ এর সভাপতিত্বে সংহতি বক্তব্য দেন, সাধারণ শিক্ষার্থী মো. বেলায়েত হোসেন, তপু বর্মন, লিমন। এছাড়াও সংহতি জানান ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা। মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও আহত শিক্ষার্থীদের গভীর সমবেদনা জানান ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ প্রদানসহ বিমান বাহিনীর আধুনিকীকরণ, পুরনো ত্রুটিপূর্ণ বিমান পরিহার, ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে প্রশিক্ষণের উদ্যোগ নেয়ার দাবি জানান।
