সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া
পটুয়াখালীর মহিপুরে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন ও মোবাইল ফোন সাথে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পটুয়াখালীর মহিপুর থানার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এদিন এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক এ বহিষ্কারের নির্দেশ দেন। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলোÑকুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের মোসা. বৈশাখী হাওয়া (রোল নং ১১০৬৫৩) এবং মানবিক বিভাগের মোসা. উন্মে হানি শাম্মি (রোল নং ২৩০১১৮)। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নকলবিরোধী অভিযান চলাকালে তাদের মোবাইলসহ হাতেনাতে ধরা হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।