ePaper

মহান বিজয় দিবসে কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নুরুল আলম সিকদার, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে। সোমবার সকালে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি আরিফুল্লাহ নূরী ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি শায়েক আহমদ, আবছার কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক, সহ অর্থ সম্পাদক মো. নোমান, সদস্য জসিম উদ্দিন, মো. হোসেন সুমন, ইয়াছিন আরাফাত প্রমুখ। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা ও করণীয় এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য, জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে গঠনতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করে সমাজ ও দেশ গঠনে ভূমিকা পালন করছে সদর উপজেলা প্রেসক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *