ePaper

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ নোয়াখালী শাখা এই মানবন্ধনের আয়োজন করে। এ সময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ, আউটসোসিং পদ্ধতি বাতিল, বেতন বৃদ্ধি’সহ ইদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস প্রদান, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও অসুস্থ্য, অবসর বা মৃত্যুবরণ করলে শিক্ষকদের জন্য তহবিল গঠন করে এককালিন অর্থ প্রদানের দাবি জানানো হয়। মানববন্ধনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নোয়াখালীর ফিল্ড অফিসার খোরশেদ আলম, ফিল্ড সুপার ভাইজর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম হেলালি, সোহেল মাহমুদ, মনির হোসেন’সহ অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *