ePaper

ময়মনসিংহ সীমান্ত অভিযানে  বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক আটক

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলাধীন ভূঁইয়াপাড়া এবং হালুয়াঘাট উপজেলাধীন গোবরাকুড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ ও আতশবাজি পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ জানুয়ারি অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় মদ ও আটশবাজি ৩২ প্যাকেট আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদ ও আতশবাজির সিজার মূল্য চুয়ান্ন হাজার দুইশত টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০১ জানুয়ারি  ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া, গাবরাখালী এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন ম্যারিংপাড়া সীমান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ০৫টি ভারতীয় গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১৫০০ পিস ফেয়ার এন্ড লাভলী ক্রীম, ২১,২০০ পিস জিলেট ব্লেড, ২৩ পিস কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য  তেরো লক্ষ একাত্তর হাজার দুইশত টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক সর্বমোট চৌদ্দ লক্ষ পঁচিশ হাজার চারশত টাকা মূল্যের ভারতীয় মদ, আতশবাজি, গরু, পন্ডস্ ফেসওয়াশ, ফেয়ার এন্ড লাভলী ক্রীম, জিলেট ব্লেড, কম্বল এবং জিরা আটক করতে সক্ষম হয়।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *