ePaper

ময়মনসিংহ  বিজিবির অভিযানে সীমান্তে  ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মোঃজিয়াউল হক  শেরপুর প্রতিনিধি

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর কঠোর নজরদারিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় রাতভর অভিযানে প্রায় ৭লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় জিলেট ব্লেড পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার (১৭জানুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড আটক করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২০০ টাকা। এর আগে চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬জানুয়ারি) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জামগড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে একটি ভারতীয় গরু আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। সব মিলিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল ময়মনসিংহ সীমান্ত এলাকায় মোট ৬ লাখ ৭০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিলেট ব্লেড ও গরু জব্দ করতে সক্ষম হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালানি মালামাল পরিবহন ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *