ePaper

ময়মনসিংহের সাবেক এমপি কাজীমের বিরুদ্ধে দুর্নীতির মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কাজীম উদ্দিনের স্ত্রীর সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ৪ কোটি ৭ লাখ ৩১ হাজার ১২৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার নামের ১৫টি ব্যাংক হিসাবে মোট ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৫২৭ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজীম উদ্দিন আহমেদের স্ত্রী সালিহা সিদ্দিকার নামে ৯ লাখ ৩৪ হাজার সম্পদের তথ্য পাওয়ায় কথা জানিয়েছে দুদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি প্রতিরোধকারী সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *