মেহেদী সুমন, মুন্সীগঞ্জ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়।
দিবসের কর্মসূচি
দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান। দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।
র্যালী ও মানববন্ধন
পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় এবং পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালী ও মানববন্ধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি তরুণদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, “প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে সমাজে শুদ্ধতা আসবে।”
বিশেষ অতিথি মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) মোহাম্মদ বদিউজ্জামান দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন
সভায় আরো বক্তব্য রাখেন:
- দুদক নারায়নগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলায়েত হোসেন
- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল
- সনাক সহ-সভাপতি শহীদ-ই-হাসান তুহিন
- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম
এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. কামাল হোসেন খন্দকার, জেলা দুর্নীতি বিরোধী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মুন্সী (বৃক্ষপ্রেমী), সনাক সভাপতি মো. ফজলুর রহমান প্রমুখ।
Read our ePaper : https://epaper.dailynabochatona.com/