মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা মে ২০২৫ মাসের আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মধুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম নুরুজ্জামান, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী ফায়ার ষ্টেশন অফিসার রাশেদুল ইসলাম, মধুখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাঈম, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এরফানুর রহমান, মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, ফরিদপুর জেলা যুব-দলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক. আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম মোল্যা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক. এনজিও কর্মী প্রমুখ। সভায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা, মাছ ধরা মাদক নির্মুল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেসিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য। এ সব সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন, থানা পুলিশ অভিযান চালিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ জানান বক্তারা।