মধুখালী প্রতিনিধিঃ স্কুলের জমি দখল করে ২৯টি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কিন্তু তালিকায় আছে ২২। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল বিদ্যালয়ে। স্কুল কর্তৃপক্ষ জানান ১৯৯৪ সাল থেকে স্থানীয় প্রভাবশালীরা পাকা ও সিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছে। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করে সত্যতা পাওয়া যায়। তবে দীর্ঘ দিনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। স্কুলের এ্যাডহক কমিটির সদস্য ও স্থানীয়রা জানান, ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ মোট ৯৮ শতক। এর মধ্যে পূর্ব ও উত্তর দিকের কিছু জমি প্রভাবশালীরা দখল করে মার্কেট প্রতিষ্ঠিত করে এবং ভাড়া দিয়ে খায়। যার হালদাগ নং ৭০৮৭। সেখানে স্থানীয় প্রভাবশালীরা পাকা সিনসেট দোকান ঘর তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৪০ সালে স্কুলটি প্রতিষ্ঠিত। স্থানীয় প্রভাবশালীরা স্কুলের জায়গা দখল করে সেমিপাকা ও টিনসেট দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করার সত্যতা পাওয়া যায়। তিনি আরও বলেন আমরা স্কুলের পক্ষ থেকে নির্ধারিত হারে ভাড়া ২০১৯ থেকে ২০২০ ইং সাল পর্যন্ত ভাড়া উত্তোলন করেছি এর পর আর ভাড়া কেহ দেয় না। দীর্ঘদিন পার হলেও বিগত সরকারের আমলে প্রভাবশালীদের কারনে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কর্তৃপক্ষ। তবে বর্তমানে মার্কেটের ৯টি দোকান পুড়ে যাওয়ার পর আবার যখন প্রভাবশালীরা ঘর তুলতে যায় তখন আমরা স্কুল কমিটি এবং স্থানীয়রা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেলকে অবগত করে ঘর তুলতে বাধা দেয়। যাহা বর্তমান স্কুলের সভাপতি এবং মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল কে জানানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোন প্রকার কেহ ঘর তুলতে পারবে না। আদেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Related News
ভাতা বৃদ্ধি ও হামলার প্রতিবাদে শিক্ষকদের ঘন্টাব্যাপী সড়ক অবরোধে কলাপাড়া অচল
- Nabochatona Desk
- October 15, 2025
- 0
সৌমিত্র সুমন (পটুয়াখালী) কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, মাসিক পনেরশ টাকা চিকিৎসা ভাতা প্রদান ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন […]
৩০ বছরেও মাথা গোজার ঠাঁই মেলেনি বিধবা সুমিতা রানী হরিযনের
- Nabochatona Desk
- August 5, 2025
- 0
মোয়াজ্জেম হোসেন,নওগাঁ সরকার আশে, সরকার যায়, সুমিতা রানী হরিজন (৫০) নিজের অবস্থানেই রয়ে যায়! চাপা ক্ষোভ প্রকাশ করলেন তিনি এমনকি বলতে বলতে কেঁদে ফেললেন! তিনি […]
আধাঘন্টা দেরিতে আসা ১২ পরীক্ষার্থীকে সুযোগ দিলো জবি প্রশাসন
- Nabochatona Desk
- February 22, 2025
- 0
হাসিব, জবি প্রতিনিধি তীব্র যানজট এবং হালকা বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় গড়িয়ে আধাঘন্টা পরে আসা ১২ পরীক্ষার্থীকে সুযোগ দিলো জবি প্রশাসন। সরেজমিনে দেখা যায়, গতকাল […]
