ePaper

মধুখালী উপজেলার ডুমাইন বাজারে অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে ছাই

মধুখালী  প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন  বাজারে অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সরজমিনে জানা যায়, সোমবার রাতে উপজেলার ডুমাইন গোবিন্দ্র শীল ও ডা. আলাউদ্দীন এর ঔষধের দোকান সহ প্রায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান ওই সময় বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার মসজিদের মাইকে বাজারে আগুন লাগার সংবাদ দিলে আশেপাশে জনগন ও ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ৮টি দোকানের মালিকপক্ষের ধারনা তাদের আনুমানিক প্রায় ১২ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস, এম, নুরুজ্জামান ও এস. আই মোক্তার হোসেন, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম মোল্যা, ইউ, পি, সদস্য নকীব আহম্মেদ কেরামত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। মধুখালী ফায়ার স্টেশন কর্মকর্তা রাশেদুল আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। ৮টি দোকান হলো গোবিন্দ্র শীল এর সেলুন, ডা. আলাউদ্দীনের হোমিও ঔষধের দোকান, গৌরাঙ্গ মন্ডলের টেইলার্স, প্রদীপ শীল এর সেলুন, লিয়াকত শেখ এর মুদি দোকান, মনিরুজ্জামান মনির কম্পিউটার ও স্টুডিও দোকান, রাজু বিশ্বাসের মোবাইল সার্ভিসিং ও মেরামত দোকান এবং বিক্রি দোকান, লাদেন এর মোবাইল সার্ভিসিং ও মেরামত ও বিক্রয় দোকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *