ePaper

মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ  সড়কের সংস্কার কাজ শুরু

মধুখালী প্রতিনিধি

  বহু প্রতিক্ষার পর ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কের  প্রায় ৫ কিলোমিটার গ্রামীণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানা খন্দে ভরে ছিলো সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটতো নানা দূর্ঘটনা এমনকি রাস্তার আইডি নাম্বার ছিল না।  বিষয়টি কতৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে মধুখালী উপজেলার  আড়পাড়া  ইউনিয়নের মধ্য আড়পাড়া ও কোড়কদি ইউনিয়নের  গ্রামীন  সড়ক সহ  প্রায় ৫ কিলোমিটার সড়ক সংস্কারের ও নতুন করে প্রায় ৫২৫ মিটার রাস্তার  উভয় পাশে ১ফুট  বৃদ্ধি করার কাজ  টেন্ডারের মাধ্যমে শুরু করে মধুখালী উপজেলা প্রকৌশলী বিভাগ (এলজিইডি)। স্থানীয় ইউপি সদস্য মোঃ শেখ আবু বাহার (এবি)  বলেন, সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিলো সড়কটি। পরবর্তীতে বহু  প্রতীক্ষার  পর  প্রায় ৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় চলাচলকারী যান চালক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি)  সোহেল রানা বলেন, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কের  প্রায় ৫ কিলোমিটার গ্রামীণ   বেহালদশা  আমাদের নজরে আসে। পরবর্তীতে আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করে উর্ধতন কতৃপক্ষের কাছে চিঠি পাঠালে উপজেলার  আড়পাড়া  ইউনিয়নের মধ্য আড়পাড়া  ও কোড়কদি ইউনিয়নের  গ্রামীন  সড়ক সহ  প্রায় ৫ কিলোমিটার সড়ক সংস্কারের অনুমোদন আসলে আমরা কাজ শুরু করি। অচিরেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে। এই কাজ তদারকীতে আছেন মধুখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসের কার্যসহকারী মোঃ ওয়াহিদুল করিম মিঠু সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *